২১ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়ে অফিসে এসে দাপ্তরিক কাজ শুরু করেছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী। গত রবিবার থেকে ইউনিয়ন পরিষদ অফিসে যোগদান করেন তিনি। অফিসে এসে মানুষের কথা শোনার পাশাপাশি ঝুলে থাকা গুরুত্বপূর্ণ বিভিন্ন সেবা দিতে শুরু করেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পর বিয়ানীবাজার থানার একটি মামলায় গত ১৫ অক্টোবর সিলেট শহরের বন্দর পয়েন্টে থেকে র্যাবের হাতে আটক হন হোসেন মুরাদ।