• সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

অবশেষে খেলার মাঠ থেকে সরানো হলো বিজয় মেলা

ডেস্ক রিপোর্ট / ১৪৯ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

এস বি নিউজে সংবাদ প্রচারের পর চট্টগ্রাম আউটার স্টেডিয়াম থেকে বিজয় মেলা সরিয়ে নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এর আগে মেলার সমস্ত আয়োজন সম্পন্ন করেছিল আয়োজক কমিটি। খেলোয়াড় এবং শিশু-কিশোরদের ক্রীড়া চর্চার বিষয়টি বিবেচনায় নিয়ে খেলার মাঠে মেলা না করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

এর আগে গত সোমবার ‘খেলার মাঠ দখল করে জেলা প্রশাসনের বিজয় মেলা’ এই শিরোনামে সংবাদ প্রকাশ করে জনপ্রিয় অনলাইন পোর্টাল এস বি নিউজ ২৪ ডট কম সহ বিভিন্ন গণমাধ্যম। এর পরই বিষয়টি নজরে আসে জেলা প্রশাসনের।

কাজির দেউরীস্থ আউটার স্টেডিয়াম মাঠে সাত দিনব্যাপী বিজয় মেলা উদ্যাপনের ঘোষণা দিয়েছিল চট্টগ্রাম জেলা প্রশাসন। সেই লক্ষ্যে মেলার দায়িত্বপ্রাপ্ত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মেলার স্টল নির্মাণের কাজও প্রায় শেষ করে এনেছিল। তবে গতকাল মঙ্গলবার আউটার স্টেডিয়াম থেকে মেলাটি সরিয়ে নিকটবর্তী সিআরবিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ক্রীড়াপ্রেমী মানুষরা।

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, খেলাধুলার ঐতিহ্যবাহী স্থান এবং বহু কৃতী খেলোয়াড় তৈরির আঁতুরঘর চট্টগ্রাম আউটার স্টেডিয়াম। এ মাঠে অনুশীলন করে দেশসেরা ক্রিকেটার সৃষ্টি হয়েছে। এ মাঠের ক্রিকেটাররা বিশ্বজুড়ে সুনাম কুড়িয়েছেন। চট্টগ্রাম জেলা প্রশাসন এ মাঠের সেই সুনামের ধারাবাহিকতা রাখতে চায়। সে কারণে আউটার স্টেডিয়াম থেকে অনুষ্ঠিতব্য বিজয় মেলা অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category