১২ দিনের বেদনার পর শনিবার খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস। তবে এক ব্যতিক্রমী সকাল কাটিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা—কারণ আজ ছিল না কোনো ক্লাস।
ক্যাম্পাস খুললেও সেখানে শুধুই দেখা গেছে কান্না, দোয়া ও শ্রদ্ধাভরে স্মৃতিচারণ। ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে সবাই মনে করেছেন সেই বিভীষিকাময় দিনের কথা, যখন আগুন কেড়ে নেয় অনেক প্রাণ আর ফেলে রেখে যায় গভীর শূন্যতা।
শিক্ষার্থীদের চোখে জল, কিন্তু তাদের কণ্ঠে ছিল অটুট প্রত্যয়:
“আমরা হার মানিনি, আমরা ফিরে এসেছি। মাইলস্টোন আবার মাথা উঁচু করে দাঁড়াবে।”
অনেকে বলেন, এই ক্যাম্পাস এখন শুধুই একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি এখন একতা, সাহস ও টিকে থাকার গল্পের প্রতীক।
ভাঙা দেয়ালের মধ্যেও যেন স্পষ্ট হয়ে উঠেছে অদম্য মনোবল, যা শিক্ষা ও মানবতার চেতনায় উদ্ভাসিত।