বিয়ানীবাজার পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত দীর্ঘদিন ধরে হকার ও কিছু অসাধু ব্যবসায়ীর দখলে ছিল। এ অবস্থায় জনদুর্ভোগ চরমে পৌঁছায়। পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জনস্বার্থে সেনাবাহিনীর সহায়তায় প্রশাসন দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল থেকে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের নেতৃত্বে, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে পৌর শহরের বিভিন্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে প্রধান সড়ক, কলেজ রোড, বাজার সংলগ্ন এলাকা, ও বাসস্ট্যান্ডের ফুটপাত থেকে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন,
“জনগণের চলাচলের জায়গা কেউ দখল করে রাখতে পারে না। দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। কেউ যদি পুনরায় ফুটপাত দখল করে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, এ অভিযানে সেনাবাহিনীর সহযোগিতা ছিল অত্যন্ত কার্যকর এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযানে সমন্বিতভাবে কাজ করা হবে।
সাধারণ মানুষ ও স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, এ ধরনের অভিযান চলমান থাকলে শহরে শৃঙ্খলা ফিরবে এবং জনদুর্ভোগ কমবে।