• বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

সিলেটে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ২০ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

 

সিলেটে বেপরোয়া ট্রাকের নিচে চাপা পড়ে এক নারী চিকিৎসক মারা গেছেন। রোববার (৮ জুন) বেলা পৌনে ১১টার দিকে মহানগরের জিতু মিয়ার পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে। পরে বিকাল ৩টার দিকে হাসপাতালে ওই নারী চিকিৎসক মারা যান।

নিহতের নাম রহিমা খাতুন জেসি (২৭)। তিনি সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার আবু নছরের মেয়ে।

রহিমা সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ও এসএসকেএস ক্লিনিকের ডিউটি ডাক্তার ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান।

তিনি জানান, দক্ষিণ সুরমার দিক থেকে কাজিরবাজার সেতু দিয়ে বেপরোয়া গতিতে আসা ট্রাক (সিলেট-ড ১১-৩১৭৯৯) একটি রিকশাকে চাপা দেয়। এসময় রিকশার যাত্রী চিকিৎসক রহিমা খাতুন জেসি ও চালক জাকিরুল ইসলাম গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৩টার দিকে রহিমা খাতুন জেসি মারা যান।

রিকশাচালক জাকিরুল ইসলাম ওসমনাী হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।

ওসি বলেন, ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category