• মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের যুবক নিহত

স্টাফ রিপোর্টার / ৭০ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

সুনামগঞ্জে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমন আহমদ (২৪) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সিলেট-জকিগঞ্জ সড়কের কুচাইয়ে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় শাওন আহমদ নামের আরেক যুবক আহত হয়েছেন।

নিহত ইমন আহমদ গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার নুরুপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের প্রথম পুত্র ও আহত শাওন আহমদ নুরুপাড়া গ্রামের সাদেক আহমদের পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সুনামগঞ্জে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে কয়েজন বন্ধু কয়েকটি মোটসাইকেল নিয়ে যাত্রা করেন। যাওয়ার পথে সিলেট-জকিগঞ্জ সড়কে কুচাইয়ে আসামাত্র ইমন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। এসময় তার মোটরসাইকেলে থাকা শাওন আহমদও আহত হয়। তাৎক্ষণিক অপর বাইকে থাকা বন্ধুরা তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আহত শাওন আহমদের অবস্থা গুরুতর না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category