• বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

সিলেটে দুই জনের করোনা শনাক্ত, সতর্ক থাকার পরামর্শ

স্টাফ রিপোর্টার / ৩০ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

 

দেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে। যদিও সিলেটে এতদিন তেমন কোনো প্রকোপ দেখা যায়নি, তবে এবার সেখানে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত দু’জন শনাক্ত হয়েছেন।

আক্রান্ত দুইজনই বর্তমানে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক, যাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের একজন নারী ও একজন পুরুষ। পুরুষটির বয়স ৮০ বছর এবং তার অবস্থাই সবচেয়ে গুরুতর। জানা গেছে, একজন শুক্রবার এবং অন্যজন আজ হাসপাতালে ভর্তি হন।

সিলেট বিভাগের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. মো. আনিসুর রহমান জানান, আক্রান্তদের একজনের বাড়ি সুনামগঞ্জে, আর অন্যজন সিলেট মহানগরীর বাসিন্দা। তবে সিলেটে করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরতে হবে। সচেতনতাই আমাদের সুরক্ষা নিশ্চিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category