সিলেটে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম শাহেদা বেগম (২৯)। তিনি দুই সন্তানের জননী। শাহেদা সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন টুকেরবাজার কুমারগাঁও এলাকার আব্দুর রহমানের স্ত্রী।
জানা যায়, রবিবার রাত ৯টার দিকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের লোকজন ও প্রতিবেশীদের বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) হারুনুর রশীদ জানান, অভাবের সংসারে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। সবার ধারণা এ কারণেই তিনি নিজেকে নিজেই শেষ করে দিয়েছেন।
তিনি আরও বলেন, তবে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।