নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মর্মান্তিক মৃত্যু
নোয়াখালী, চন্দ্রগঞ্জ
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্বপ্নের এমন মর্মান্তিক পরিসমাপ্তি—কে ভেবেছিল? ওমান প্রবাসী এক স্বজনকে রিসিভ করে স্বপ্নভরা ট্রলি নিয়ে এয়ারপোর্ট থেকে ফিরছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু সেই স্বপ্নই কয়েক ঘণ্টা পরে রূপ নেয় বিষাদে—ফিরে আসেন স্বজনদের লাশ ভর্তি ব্যাগ নিয়ে।
লক্ষ্মীপুরের উদ্দেশ্যে আসার পথে নোয়াখালীর চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। প্রাথমিক তথ্য অনুযায়ী, গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তা থেকে খালে পড়ে যায়। মাইক্রোবাসটিতে একই পরিবারের ১১ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ৪ জন পুরুষ (প্রবাসীসহ) প্রাণে বাঁচতে পারলেও পানির উচ্চতা বেশি হওয়ায় মহিলাদের ও শিশুদের উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক থেকে দেড় ঘণ্টার অভিযানে একে একে উদ্ধার করেন ৭টি মরদেহ। নিহতদের মধ্যে রয়েছেন ৩ জন নারী ও ৪ জন শিশু।
ঘটনাস্থল চন্দ্রগঞ্জ পূর্ব বাজার বড় মসজিদ থেকে সামান্য সামনে, নোয়াখালী-লক্ষ্মীপুর সীমান্ত এলাকায়।
এই শোকাবহ ঘটনায় এলাকায় নেমে এসেছে নিস্তব্ধতা। পুরো অঞ্চল জুড়ে শোকের ছায়া।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ যেন এই পরিবারটিকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমীন ।