• সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১৫১ প্রবাসী

ডেস্ক রিপোর্ট / ১৬৫ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিন ও লেবাননের যুদ্ধ চলছে। এতে অনেক মানুষ হতাহত হয়েছেন এবং হচ্ছেন। এমন যুদ্ধ পরিস্থিতির মধ্যে লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ১৫১ জন বাংলাদেশি।

মঙ্গলবার (০৬ নভেম্বর) মধ্যরাতে তাদের বহনকারী চার্টার্ড ফ্লাইটটি হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশ সরকারের উদ্যোগে এসব বাংলাদেশিদের দেশে ফিরতে সহযোগিতা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

এ সময় বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সারোয়ার আলম এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা ফাতেমা নুসরাত গাজালী।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক সচিব মো. রুহুল আমিন বলেন, লেবানন থেকে যেসব বাংলাদেশি দেশে ফিরতে ইচ্ছুক তাদের সবাইকে সরকারি খরচে ফেরত আনা হবে।

উল্লেখ্য, এ নিয়ে এখন পর্যন্ত ৯টি ফ্লাইতে ৪৮৮ জন প্রবাসী বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category