অবশেষে মৃত্যুর কাছে হার মানলো সড়ক দুর্ঘটনায় আহত বিয়ানীবাজার উপজেলার দুবাগ আইডিয়াল একাডেমীর দশম শ্রেণির শিক্ষার্থী মাহিন আহমদ। শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৩টার দিকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে মাহিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না…রাজিউন)।
গত ১৮এপ্রিল (শুক্রবার) জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জে মোটর সাইকেল দূর্ঘটনায় আহত হলে মাহিনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত স্কুল শিক্ষার্থী মাহিন উপজেলার মেওয়া দক্ষিণ মহল্লা নিবাসী বদরুল হোসেনের ছেলে ও এডভোকেট জসিম উদ্দিনের ভাতিজা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।