• বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

ডেস্ক রিপোর্ট / ১৯৭ Time View
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। স্থানীয় সময় ২ অক্টোবর সকাল ১০টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বৈঠকটি হবে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সর্বাত্মক যুদ্ধের হুমকির মুখে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নিতে এ বৈঠক ডাকা হয়েছে।
ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার (০১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার পর ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা চালিয়েছে তেহরান। এরপর বিশ্বের দেশগুলো থেকে মিশ্র প্রতিক্রিয়া আসতে থাকে।
জাপানও সমর্থন দেবে ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে
নিরাপত্তা পরিষদকে লেখা চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, তার দেশকে ধ্বংস করার চেষ্টা করছে ইরান। ইসরায়েল চায় বৈঠকে ইরানের নিন্দা জানানো হোক। এ ছাড়া দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাবেন তিনি।
ইরান বলছে, গাজা ও লেবাননে ইসরায়েল গণহত্যা করছে। এর প্রতিবাদে সতর্কতাস্বরূপ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তারা আশা করে, ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়া দেখাবে না।
এদিকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন উপরাষ্ট্রদূত রবার্ট উড আরও সংঘাত বন্ধে ইরানের ওপর চাপ বাড়াতে নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হিজবুল্লাহর ক্রমাগত হামলার বিরুদ্ধে ইসরায়েল নিজেদের রক্ষা করার জন্য লেবাননে অভিযান চালাচ্ছে। এর সমর্থন দিতে আমরা নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category