• শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

বেতন না পেয়ে রাস্তায় ময়লা ফেলে ব্যাতিক্রম প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট / ৬১ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর নতুনবাজার এলাকায় সড়কে ময়লা ফেলে প্রতিবাদ জানিয়েছেন পরিচ্ছন্নতাকর্মীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে মূল সড়কে থাকা ‘এসটিএস’ এর পাশে এ ঘটনা ঘটে। সড়কের মাঝখানে ময়লা ফেলে দেওয়ায় একপাশ দিয়ে ধীর গতিতে চলছে যানবাহন।

ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট আনিসুর রহমান সামাজিকমাধ্যমে ভিডিও প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করে জানান, পরিচ্ছন্নতাকর্মীদের এই প্রতিবাদের কারণে সড়কে যানবাহনের গতি কমে গেছে।

তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা তাদের বকেয়া বেতনের দাবিতে রাস্তার মাঝখানে ময়লা ফেলেছেন।

সামাজিক মাধ্যমে আসা এক ভিডিওতে প্রতিবাদে অংশ নেওয়া এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, ‘অনেকদিন ধরে আমাদের বেতন দেওয়া হয়নি। বাধ্য হয়ে আমরা এভাবে প্রতিবাদ করছি। যদি আমাদের বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়, তাহলে আমরা নিজেরাই সড়ক পরিষ্কার করে দেবো।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, আন্দোলনরত কর্মীরা সিটি করপোরেশনের সরাসরি নিয়োজিত নয়। তারা ইজারাদার প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করেন।

তিনি বলেন, কেন তাদের বেতন দেয়নি, কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে—এসব বিষয় খতিয়ে দেখে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড নামে একটি কোম্পানিকে ময়লা সরানোর কাজ দেওয়া হলেও তারা ঢাকা প্যাসিফিক নামে একটি কোম্পানির মাধ্যমে কাজ করে। তারা আবার অন্য কোম্পানি থেকে গাড়ি ভাড়া নেয়। গত চার মাস ধরে ডাম্প ট্রাক ও পে লোডারের মালিকরা ভাড়া পাচ্ছেন না। তাই এমন প্রতিবাদ করেন পরিচ্ছন্নতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category