• বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

বিয়ানীবাজার সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি, সীমান্ত এলাকায় বৃদ্ধি করা হয়েছে জনবল!

ডেস্ক রিপোর্ট / ১৫২ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

সম্প্রতি বাংলাদেশে সংখ্যালুঘু নির্যাতনের কথিত অভিযোগে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলায় সনাতন ধর্মালম্বিদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ অবস্থায় বিয়ানীবাজার সীমান্ত এলাকায় যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বিজিবি সর্তক অবস্থা রয়েছে জানিয়ে বিজিবি বিয়ানীবাজার ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান বলেন, সীমান্তে কোন সমস্যা নেই, তারপরও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। একই সাথে সীমান্তে বিজিবি’র জনবল আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে।

জানা যায়, গত শনিবার করিমগঞ্জ জেলা সদরে সনাতন ঐক্যমঞ্চের ব্যানারে বিক্ষোভ সভা শেষে বিক্ষুব্ধ ভারতীয় জনতা ‘বাংলাদেশ চলো’ মিছিল নিয়ে ভারতের সুতারকান্দি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশে চেষ্টা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ ভাতরীয় জনতা পুলিশ ও সীমান্তরক্ষি বাহিনী বিএসএফ’র ব্যারিকেট ভাঙতে চাইলে বিএসএফ ও পুলিশ তাদের প্রতিরোধ করে। এক পর্যায়ে বিএসএফ তাদের লাঠিচার্জও করে ছত্রভঙ্গ করে দেয়।

বিজিবি বিয়ানীবাজার ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান বলেন, ভারতীয় মিডিয়ার মাধ্যমে আমরা যেটি দেখেছি সে ঘটনা বাংলাদেশ সীমান্ত থেকে কমপক্ষে দেড় কিলোমিটার দূরে ভারতীয় সীমান্তের ভেতর হয়েছে। এসব ঘটনায় সীমান্ত এলাকায় তেমন প্রভাব পড়েনি। তারপরও বিজিবি সতর্ক রয়েছে এবং সীমান্তে জনবলও বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, আমাদের নিজস্ব গোয়েন্দা খবর হচ্ছে, সীমান্ত এলাকায় তেমন কোন উত্তেজনা নেই, সব কিছু স্বাভাবিক রয়েছে।

সংবাদ প্রেরক
সামিয়ান হাসান
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
মোবাইল : 01319634310


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category