সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩২ জনকে আটক করেছে বিজিবি। আটককৃত ৩২ জনের মধ্যে ৯ জন পুরুষ, ১১ জন নারী ও ১২টি শিশু রয়েছে। রবিবার (২৫মে) সকালে বিয়ানীবাজার সীমান্তের বড়গ্রাম এলাকা দিয়ে তাদের পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি জানায়, ৫২ ব্যাটালিয়নের একটি টহল দল বড়গ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের আটক করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নওয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের নিয়ে আসা হয়। পরবর্তীতে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার মৃত রহমত আলীর ছেলে সুফিয়ান আলী (৬৫), তার স্ত্রী আমিনা বেগম (৫০), ছেলে আমিনুল হক (৩৪), তার স্ত্রী ফিরোজা বেগম (৩২), মেয়ে ফেরদৌস (১২), মাহী (৭), মিম (৪), একই এলাকার বাবলু (৩০), শিউলী (২৬), লাভলী (৭), দুলাল মিয়া (৪০), শিল্পী বেগম (৩৬), রিনা থাতুন (১২), আবু সাইদ (৮ মাস), মর্জিনা খাতুন (৩৫), মজিদ (১১), বুলবুল (৩২),জোবেদা (২৬), জাকির (৭), এনামুল (২৮), দিনা (২৩), দিন ইসলাম (৮), দিন মোহাম্মদ (৫), সাত্তার আলী (১২), জান্নাতুল (৩৫), রহিম (১৫), সাথী (১৪), রবিউল (৯), মহির আলী (৪০), আশিদা (৩৫), আব্দুল্লাহ (৭) ও আশিক (২)। তারা সবাই ভারতের রাজস্থানের একটি ইটভাটার শ্রমিক হিসেবে কর্মরত ছিল। পুশইন হওয়া সুফিয়ান আলী জানান, তারা প্রায় ১৫ বছর পূর্বে ভারতে পাড়ি জমান। গত ২মে কর্মস্থল থেকে তাদের আটক করা হয়। এরপর ৩ দিন আগে হেলিকপ্টারে করে তাদের গৌহাটি বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখানে তাদের প্রত্যেকের সাথে থাকা টাকা-পয়সা, মোবাইল ফোন, কাপড়-চোপড় রেখে দেয় ভারতীয় কর্তৃপক্ষ। তাদের সাথে অমানবিক আচরণ করে তারা। অনেককে খাবার পর্যন্ত দেয়া হয়নি।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, আটক ৩২ জনের সবাই বাংলাদেশী, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেটি নিশ্চিত হওয়া গেছে। তাদের কাঁটাতারের পাশ দিয়ে শূন্যরেখার একটি বিলে ছেড়ে দেয় বিএসএফ। সেখান থেকে বিজিবি তাদের আটক করে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান জানান, ৩২ জনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। আদালতের মাধ্যমে তাদের নিরাপত্তা হেফাজতে পাঠানো হবে।