যুক্তরাজ্য থেকে পরিচালিত চ্যারিটি সংগঠন নুসুক ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল এসবি নিউজ এর সম্পাদক ও প্রকাশক মো: জাকির হোসাইন বিয়ানীবাজার তথা সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় ঈদুল আজহা উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় মো: জাকির হোসাইন বলেন, পবিত্র ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো ত্যাগ করা। পবিত্র গ্রন্থ আল কোরআনে বলা হয়েছে, মাংস বা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমার মনের পবিত্র ইচ্ছা। বিশ্ববাসী মানুষের পবিত্র ইচ্ছা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু কোরবানি দেয়। আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতি বছরই ঘুরে আসে পবিত্র ঈদুল আজহা।
সবশেষে, ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি, সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যরে মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এমন প্রার্থনা জানান এসবি নিউজ এর সম্পাদক ও প্রকাশক মো: জাকির হোসাইন।
উল্লেখ্য নুসূক ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বেশ কয়েকটি মসজিদ নির্মাণ করা হয়েছে। তাছাড়া বিভিন্ন এলাকায় দরিদ্র পরিবারের মধ্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা চালু রয়েছে দেশের বিভিন্ন এলাকায়। আগামীতে এই প্রকল্পের আওতায় আরো বেশ কয়েকটি উন্নয়ন কাজ করার আশাবাদ ব্যক্ত করেন নুসুক ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল এসবি নিউজ এর সম্পাদক ও প্রকাশক মো : জাকির হোসাইন।