• সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত

সামিয়ান হাসান / ১৭ Time View
Update : শনিবার, ৭ জুন, ২০২৫

 

সিলেটের বিয়ানীবাজারে যথাযোগ্য মর্যাদা, ভাবগম্ভীরতা এবং ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। উপজেলার সকল ঈদগাহ ময়দান ও বিভিন্ন মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে ঈদের সকল জামাত সুন্দর পরিবেশে শেষ হয়। আবহাওয়া অনুকূল থাকায় মুসল্লিরা নির্বিঘ্নে জামাতে অংশগ্রহণ করেন।

বিয়ানীবাজারের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কসবা ইমামবাড়ি ঈদগাহ মাঠে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ কয়েক হাজার সাধারণ মুসল্লি ঈদের জামাতে অংশ নেন।

এছাড়া পৌরএলাকার শ্রীধরা শাহী ঈদগাহ, সুপাতলা ওসমানি মাঠ, বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কলেজ রোড জামে মসজিদ, মোকাম রোড জামে মসজিদ, চন্দগ্রাম শাহী ঈদগাহ সহ মুল্লাপুর ইউনিয়নের সকল ঈদগাহ ও মসজিদ, মুড়িয়া ইউনিয়নের সকল ঈদগাহ ও মসজিদ, লাউতা ইউনিয়নের সকল ঈদগাহ ও জামে মসজিদ, মাথিউরা ইউনিয়নের সকল ঈদগাহ ও জামে মসজিদ, তিলপারা ইউনিয়নের সকল ঈদগাহ ও জামে মসজিদ, কুড়ারবাজার ইউনিয়নের সকল ঈদগাহ ও জামে মসজিদ, শেওলা ইউনিয়নের সকল ঈদগাহ ও জামে মসজিদ, দুবাগ ইউনিয়নের সকল ঈদগাহ ও জামে মসজিদ, চারখাই ইউনিয়নের সকল ঈদগাহ ও জামে মসজিদ এবং আলীনগর ইউনিয়নের সকল ঈদগাহ ও জামে মসজিদে ঈদের জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

জামাত শেষে মুসল্লিরা দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্যের জন্য দোয়া করেন। পরে মুসল্লিরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ঘরে ফিরে আল্লাহর নামে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category