জাতীয় ক্রিকেট দলে তিন ফরম্যাটের জন্য তিন অধিনায়ক বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরের আগে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজকে। তাকে আপাতত এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
লিটন দাসকে টি-২০ অধিনায়ক করা হয়েছে। নাজমুল শান্ত আরও এক বছর টেস্ট দলকে নেতৃত্ব দেবেন বলে শ্রীলঙ্কা সফরের আগেই নিশ্চিত করেছে বিসিবি।
এর আগে তিন ফরম্যাটে নাজমুল শান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। তার নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। ওই টুর্নামেন্ট শেষে টি-২০র নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন তিনি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অধিনায়ক ছিলেন শান্ত। সেখানে ভালো করতে পারেনি দল।
মিরাজকে ওয়ানডের অধিনায়ক করার বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বিসিবির বার্তায় বলেছেন, ক্রিকেট বোর্ড মনে করছে ব্যাটে-বলে মিরাজের পারফরম্যান্স, মাঠে তার লড়াই করার সামর্থ্য ও দলকে উদ্বুদ্ধ করার ক্ষমতা তাকে অধিনায়ক হওয়ার আদর্শ প্রার্থী হিসেবে প্রতিষ্ঠা করেছে। আমরা বিশ্বাস করি, এই ফরম্যাটে তার বিচক্ষণতা ও পরিপক্কতা দলকে এগিয়ে নেবে।