• বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

বাংলাদেশে ৩ জনের করোনা ভাইরাস শনাক্ত, বাড়ছে আতঙ্ক

স্টাফ রিপোর্টার / ৪৪ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

 

বাংলাদেশে হঠাৎ করে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ৫ জুন নতুন করে একজনের মৃত্যুও হয় করোনা ভাইরাসে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে চারজনের করোনাভাইরাস পরীক্ষায় ৩ জনের দেহে পাওয়া গেছে করোনার সংক্রমণ। এ সময়ে ছয়জন করোনা রোগী সুস্থ হয়েছে। তবে মৃত্যু হয়নি।

আজ রবিবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৪২ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬৩ জন। মারা গেছেন ২৯ হাজার ৫০০ জন।

এদিকে দেশে করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় ঈদ উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category