• মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

বড়লেখায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ২ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার / ৩৩ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

মৌলভীবাজারের বড়লেখায় শ্বশুড় বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে শ্বাসরুদ্ধে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী সুয়েল আহমদ সুমনকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

রবিবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু আফসার ভুইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার এসআই আবু আফসার ভূইয়া জানান, হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও ঘটনায় সম্পৃক্ত অন্যান্য আসামিদের সনাক্তের জন্য আসামির সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন। রোববার দুপুরে শুনানি শেষে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিকে থানায় নিয়ে গেছেন।

জানা গেছে, দুই বছর পূর্বে বড়লেখা সদর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের প্রবাসফেরত সুয়েল আহমদ (৩৪) ১০ বছর আগের প্রথম বিয়ে গোপন করে উপজেলার তালিমপুর ইউনিয়নের টেকাহালী গ্রামের আব্দুল লতিফের মেয়ে নাদিয়াতুল ফেরদৌসকে (২২) বিয়ে করে। মে মাসের প্রথম দিকে সুয়েল আহমদ সুমনের আগের বিয়ের বিষয়টি নাদিয়াতুল ফেরদৌস জানতে পারেন। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করায় সুয়েল তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। স্বামীর নির্যাতনের মাত্রা বাড়তে থাকলে ২৬ মে সন্ধ্যায় তিনি বাবার বাড়ি চলে যান। পরদিন সুয়েল আহমদ সুমন শ্বশুড় বাড়ি গিয়ে মধ্যরাতে অজ্ঞাত সহযোগিদের নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধে হত্যার পর ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজান। পরে এলাকাবাসির সহযোগিতায় পুলিশ সুমনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category