• সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

নামাজ পড়ে বাসায় যাওয়া হলো না পুলিশ সদস্য জহিরুলের

স্টাফ রিপোর্টার / ২১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

সিলেটে এশার নামাজ পড়ে বাসায় যাওয়ার পথে উদয়ন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জহিরুল হক নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে সিলেট থানার ওসি মো. সাইফুল ইসলাম পাটোয়ারী।
নিহত জহিরুল হক দক্ষিণ সুরমা থানার পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মাটিয়ারবহর গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ সুরমার শিববাড়ি বন্দরঘাট এলাকার উস্তার মিয়ার বাসায় ভাড়া থাকতেন।
নিহত জহিরুলের ছেলে রাজু বলেন, বাবা এশার নামাজ পড়ার জন্য শিববাড়ি আহলে সুন্নাত জামে মসজিদে যান। নামাজ পড়ে বাসায় ফেরার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
রেলওয়ে সিলেট থানার ওসি মো. সাইফুল ইসলাম পাটোয়ারী বলেন, নামাজ শেষে বাসায় ফেরার পথে ট্রেনে কাটা পড়ে পুলিশ কনস্টেবল জহিরুল হকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ও দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category