ঘরে কান্নায় ভেঙে পড়া চার মাসের শিশু, পাশে মায়ের নিথর দেহ — পাষণ্ড স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
গাজীপুর, শ্রীপুর
চার মাস বয়সী এক দুধের শিশুর কান্নায় যখন ঘর কেঁপে উঠছিল, তখন পাশে পড়ে ছিল তার মায়ের নিথর দেহ। কিন্তু শিশুটির কান্না থামাতে এগিয়ে আসেননি কেউ, কারণ মা ছিলেন মৃত এবং বাবা—অভিযুক্ত পাষণ্ড স্বামী—ঘটনার পর পালিয়ে যান।
বুধবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় শাজাহান মৃধার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের পরিচয়:
মৃত নারীর নাম সুইটি আক্তার নিশি (২০)। তিনি ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের আফসারুল ইসলামের মেয়ে। মাত্র ক’বছরের দাম্পত্য জীবনে এই দুঃস্বপ্নের পরিণতি তাঁর জন্য অপেক্ষা করছিল, তা কে জানতো?
অভিযুক্ত স্বামী:
অভিযুক্ত স্বামী নুরুল ইসলাম (৩৫)। স্থানীয়ভাবে তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি শ্রীপুর উপজেলার মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং শাজাহান মৃধার ছেলে।
স্থানীয়দের দাবি, পারিবারিক কলহ ও নির্যাতনের ঘটনাও ছিল প্রায় নিয়মিত। একপর্যায়ে সেই নির্যাতনই প্রাণ কেড়ে নেয় নিশির। ঘটনার পর থেকে নুরুল ইসলাম পলাতক।
পুলিশ ও তদন্ত:
স্থানীয়রা শিশুর কান্না শুনে এগিয়ে গিয়ে সুইটি আক্তারের নিথর দেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে এবং শিশুটিকে নিরাপদ স্থানে হস্তান্তর করে।
ঘটনার তদন্ত চলছে, এবং অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে শ্রীপুর থানা ।