আজ ৪ আগস্ট, গোলাপগঞ্জের ইতিহাসের এক বেদনাবিধুর দিন। গত বছরের এই দিনে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার স্মরণে পালিত হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৬ জন শহীদের প্রথম মৃত্যুবার্ষিকী।
এই আন্দোলনে শহীদ হন:
শহীদ তাজ উদ্দিন
শহীদ মোঃ গাজেল আহমদ কামরান
শহীদ মিনহাজ আহমদ
শহীদ নাজমুল ইসলাম
শহীদ সানি আহমদ
শহীদ গৌছ উদ্দিন
শহীদ জয় আহমদ
তাঁদের রক্তে রঞ্জিত হয়েছিল গোলাপগঞ্জের মাটি। বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই তরুণদের আত্মত্যাগ আজও আমাদের সমাজের বিবেককে নাড়া দেয়।
আজ বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া মাহফিল, মোমবাতি প্রজ্বালন ও স্মরণসভা আয়োজন করেছে। শহীদ পরিবারের সদস্যদের চোখে জল থাকলেও তাঁরা গর্বিত তাঁদের সন্তানের আত্মত্যাগে।
শহীদদের স্মরণে আজকের দিনটি যেন একদিকে শোকের, অন্যদিকে অনুপ্রেরণার—একটি সাম্যের সমাজ গঠনের প্রত্যয়ে নতুন করে জেগে ওঠার দিন।