📌 গুরুত্বপূর্ণ জনসাধারণের অবগতির জন্য
স্থান: শিলচর, কাটিগড়া, লাটিমারা গ্রাম
নিখোঁজ ব্যক্তি: হুসেইন আহমদ মজুমদার
পিতার নাম: আব্দুল মন্নান মজুমদার
গতকাল মুম্বাই এয়ারপোর্ট থেকে কলকাতা হয়ে শিলচর আসার পথে ইন্ডিগো বিমানে হুসেইন আহমদ মজুমদারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁর শিলচর পৌঁছানোর কথা ছিল দুপুর ১টার সময়, কিন্তু এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
বর্তমানে তাঁর পরিবার—মা, বাবা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনেরা চরম উৎকণ্ঠা ও কান্নার মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁরা কারো কোনো সহযোগিতা পাচ্ছেন না।
যদি কেউ হুসেইন আহমদ মজুমদারকে দেখে থাকেন বা কোনো তথ্য জানতে পারেন, দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করুন:
📞 6000467825
আপনাদের সাহায্য এক অসহায় পরিবারকে আশার আলো দিতে পারে। দয়া করে এই বার্তাটি শেয়ার করুন ও সহযোগিতা করুন।
🙏
আবেদনকারী: পিতা, আব্দুল মন্নান মজুমদার