• মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

উৎসবমুখর পরিবেশে বিয়ানীবাজারে রথযাত্রা শুরু

সামিয়ান হাসান / ১৭ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

সিলেটের বিয়ানীবাজারে উৎসবমুখর পরিবেশে ৯ দিন ব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সনাতন ধর্মাবলম্বীরা শুক্রবার বিকেলে বিয়ানীবাজার পৌর শহরের সুপাতলায় অবস্থিত বাসুদেব মন্দির প্রাঙ্গণে সমবেত হয়ে এই উৎসব শুরু করেন। এসময় ভক্তবৃন্দরা পূজা, আরতী, প্রসাদ বিতরণসহ ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন। আগামী ৫ জুলাই শনিবার উল্টো রথযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে রথযাত্রা উদযাপন কমিটির তত্ত্বাবধানে এবং উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ সহযোগিতায় উৎসবটি শুরু হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয় রথযাত্রা প্রাঙ্গণ।

এবার রথযাত্রা সফলভাবে সম্পন্ন করতে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে একাধিক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category