বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ৫ আগস্টের বিজয়কে অক্ষুণ্ণ রাখতে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ছাড়া বিকল্প কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায় না সাধারণ মানুষ। তাই আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী ৩০০ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করবে। তিনি বলেন, মানবতার কল্যাণে দেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিশৃঙ্খলা দূর হবে, সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা হবে। প্রকৃত ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষের মন থেকে ইসলামিক ভীতি দূর হবে। মানুষ শৃঙ্খলাবদ্ধভাবে জীবন পরিচালনা করে সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে। কারো মনে কোন সংশয় বা দ্বিধা থাকবে না।
তিনি বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের প্রশংসা করে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে তাকে বিজয়ী করার আহবান জানান।
তিনি আরও বলেন, অসংখ্য ত্যাগ ও রক্তের বিনিময়ে দীর্ঘ ১৬ বছর ধরে দেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার তার শাসনামলে কত মানুষকে হত্যা করেছে তার হিসাব করাও কঠিন। লাশের বীভৎসতা দেখে কোনও পরিবার স্থির থাকতে পারেনি। স্বামী সন্তান হারিয়ে হাজারো মানুষ দিশেহারা। জামায়াতে ইসলামীর পক্ষ হতে দেশকে স্বৈরাচার মুক্ত করার এই আন্দোলনের সকল শহীদ পরিবারের সঙ্গে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণঅভ্যুত্থানের শহীদেরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জনশক্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা উত্তর জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ইউনিট হচ্ছে জামায়াত-এর সাংগঠনিক ভিত্তির মূল চালিকাশক্তি। ইসলামী আন্দোলনকে কার্যকর করতে হলে ইউনিট পর্যায়ে দাওয়াতি কার্যক্রম ছড়িয়ে দিতে হবে। এ ক্ষেত্রে তিনি কর্মীদের গণমানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ওপর জোর দেন। নেতৃত্ব বিকাশে বেশি বেশি কুরআন-সুন্নাহর চর্চা, ইসলামী সাহিত্য পাঠ এবং আমল-আখলাকে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান। তিনি বলেন, যখন ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে পৌঁছাবে, তখনই ইসলামী বিজয় অনিবার্য হয়ে উঠবে। সেই লক্ষ্যে ইউনিট দায়িত্বশীলদের যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে।
বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন নায়েবে আমীর আবুল খায়ের ও মোস্তফা উদ্দিন, সেক্রেটারি কাজী আবুল কাশেম, পৌর আমীর মাওলানা জমির হোসেন, নায়েবে আমীর সৈয়দ আবু কয়ছর, সেক্রেটারি সাদুজ্জামান, জামায়াত ইসলামী নেতা ও ইউপি চেয়ারম্যান দেলোওয়ার হোসেন, চেয়ারম্যান ফরিদ আহমদ, মাওলানা শিব্বির আহমদ, এখলাছুর রহমান, মোহাম্মদ আব্দুল হামিদ, যুব শাখার সভাপতি শফি আহমদ মুন্না, বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আশিকুর রহমান হেলাল, সেক্রেটারি সেলিম উদ্দিন প্রমুখ।